এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বাঘায় নিজ বাড়ির আঙিনায় গাঁজার চাষ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম
    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

    বাঘায় নিজ বাড়ির আঙিনায় গাঁজার চাষ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

    রাজশাহীর বাঘা থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক নিজ বাড়ির আঙিনায় গোপনে গাঁজার চাষের অভিযোগে এক মাদক সেবনকারী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।

    শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ছাতারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিশাল আকৃতির গাঁজার গাছসহ হাফিজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছাতারী গ্রামের হাফিজুর রহমান নিজ বাড়ির আঙিনায় দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে আসছিলেন। তিনি নিজে মাদক সেবনের পাশাপাশি গোপনে বিক্রিও করতেন। তথ্যের সত্যতা যাচাই শেষে অভিযান পরিচালনা করে গাঁজার গাছটি উপড়ে ফেলে জব্দ করা হয়।

    উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বাঘা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন সেরাজুল হক। দায়িত্ব গ্রহণের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের কাছে তথ্য প্রদান ও সার্বিক সহযোগিতা কামনা করেন। তার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বাঘার সুশীল সমাজ। নতুন ওসির কঠোর অবস্থানের কারণে এলাকায় চোরাকারবারীরা গা ঢাকা দিতে শুরু করেছে বলে স্থানীয়দের মন্তব্য।

    বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে অভিযুক্ত হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী গাঁজার গাছটি তার হেফাজত থেকে জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে গাছটি পরিচর্যা করে মাদক সেবন ও বিক্রয়ের কাজে ব্যবহার করছিলেন।

    তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…