এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভারতে সাজা শেষে দেশে ফিরল মা-ছেলে

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

    ভারতে সাজা শেষে দেশে ফিরল মা-ছেলে

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

    ভারতে অবৈধভাবে বসবাস করার অভিযোগে বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে মা-ছেলেকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

    শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ফেরত আসা মা-ছেলে হলেন খুলনার তেরখাদা উপজেলার গাজীপুর গ্রামের শহর আলী মোল্লার মেয়ে রুমা বেগম (৩৯) এবং তার শিশু সন্তান মো. মিসাইল খলিল শেখ (৩)।

    ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, অবৈধভাবে ভারতে বসবাসের দায়ে তিন বছর আগে ভারতীয় পুলিশ মা ও ছেলেকে আটক করে। সাজাভোগের পর শনিবার পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটে মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে বেনাপোল পোর্ট থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর কাছে হস্তান্তর করেছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য

    ফেরত আসা রুমা বেগম জানান, ২০২৩ সালের ১০ জানুয়ারি দালালের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধভাবে ভারতে প্রবেশ করি। পরে ভারতে অবস্থানকালে মুম্বাই পুলিশের হাতে আটক হই। সাজাভোগ করার পর মুম্বাইয়ের একটি সেইফ হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। সেখানে থাকাকালীন তিনি হস্তশিল্পের কাজ করতেন বলেও জানান।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…