কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নগরবাকা ও স্বরূপদহ,খাড়ারা ও নওদা শামুখিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
আটকরা হচ্ছেন- মিরপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নগরবাকা এলাকার আশরাফুল আলম মিলন (৫০), তালবাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওদা শামুখিয়া এলাকার এনামুল কবিরাজ (৫০), পোড়াদহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বরুপদহ এলাকার মনোয়ার খাঁ (৬৫), বহলবাড়ীয়া যুবলীগ এর সদস্য খাড়ারা এলাকার রেজাউল করিম (৪৫)। তাদের মিরপুর থানার একটি নাশকতা মামলায় সন্ধীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘মিরপুর থানার একটি নাশকতা মামলায় চারজন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মিরপুর থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে অভিযান অব্যাহত থাকবে।’
ইখা