যশোর সদর উপজেলার কচুয়া গ্রামে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সৎ ভাইয়েরা মিলে তাদের ওপর সশস্ত্র হামলা চালায়।
আহতরা হলেন কচুয়া গ্রামের মৃত উকিল মোল্যার ছেলে ফারুক মোল্যা (৪৫) ও হাফিজুর রহমান (৪০)। তারা দুই ভাই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহতের স্বজনরা জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে ফারুক মোল্যা গংয়ের সাথে সৎ ভাইদের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সৎ ভাই আরিফুল ও মফিজুরসহ কয়েকজন হামলা চালিয়ে তাদের দুইজনকে কুপিয়ে হত্যা চেষ্টা করে। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত ফারুক ও মফিজুরের মাথার আঘাতটি গুরুতর। সার্জারি ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে।
এনআই