নওগাঁর ধামইরহাটে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ধামইরহাট সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মুমিনুল ইসলামের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মুমিনুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ধামইরহাট এম এম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রশাসনের সংবাদ সংগ্রহ ও প্রচার না করার জন্য স্থানীয় কয়েকজন সংবাদকর্মী তাকে মোবাইল ফোনে হুমকি প্রদান করে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টায় আমাইতাড়া মাঠে পেশাগত দায়িত্ব পালনকালে মুভি বাংলার উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, কালের কন্ঠ ডিজিটাল নওগাঁ জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান ও আইপি টিভি নিউজ২১ শহিদুল ইসলাম সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। এ সময় সাংবাদিক মুমিনুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তার পরিহিত জামার কলার ধরে টানাহেঁচড়া করে এম এম ডিগ্রি কলেজের উত্তর পাশের পরিত্যক্ত বিজ্ঞান ভবনের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়।
সেখানে অভিযুক্তরা তাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারলে তার মুখমণ্ডলে ফোলা জখম হয় এবং বাম কানে রক্তক্ষরণ শুরু হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে তিনি প্রাণে রক্ষা পান। পরে তাঁকে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলযোগে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করানো হয়।
এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান জানান, অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনআই