এইমাত্র
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

    বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

    কিছুদিন আগেও নেইমারের সময়টা মোটেও ভালো যাচ্ছিল না। ইনজুরিতে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ খেলতে না পারায় শৈশবের ক্লাব সান্তোসের সমর্থকদের কাছ থেকে শুনতে হয়েছিল তীব্র সমালোচনা আর দুয়োধ্বনি। অনেকেই চাইছিলেন, দ্রুতই যেন ক্লাব ছাড়েন এই তারকা।

    তবে সময়ের সাথে সাথে দৃশ্যপট পুরো উল্টে গেছে। দল যখন রেলিগেশনের শঙ্কায় ঠিক তখনই জ্বলে উঠেছিলেন নেইমার। ইনজুরি নিয়েও মাঠে নেমেছেন, এমনকি দলকে জিতিয়ে রেলিগেশনের হাত থেকেও রক্ষা করেছেন এই তারকা ফুটবলার। আত্মত্যাগ আর দায়বদ্ধতার ঘটনার পর এখন সেই সমালোচকরাই চান, তিনি যেন সান্তোসেই থেকে যান।

    ২০২৬ বিশ্বকাপের আগে ক্লাব বদলের কোনো পরিকল্পনা নেই নেইমারের। মৌসুম শেষে তিনি নিজেই জানিয়েছিলেন, সান্তোসে থাকাই তাঁর প্রথম পছন্দ। দুই পক্ষের আগ্রহ এক হওয়ায় ব্রাজিলের ঐতিহ্যবাহী এই ক্লাবেই থাকার পথে এগোচ্ছেন তিনি।

    গণমাধ্যমের খবরে জানা গেছে, সান্তোসের সাথে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মাসে। নতুন চুক্তি নিয়ে সান্তোস ও নেইমারের মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আর ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ছয় মাসের নতুন চুক্তিতে নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানা গেছে।

    ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন। বাঁ হাঁটুর চোট নিয়েও তিনি মাঠে নেমে দলের জন্য বড় অবদান রাখেন। লিগের শেষ তিন ম্যাচে চারটি গোল করে সান্তোসকে শীর্ষ লিগে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা। সদ্য শেষ হওয়া মৌসুমে সান্তোসের হয়ে তিনি খেলেছেন ৩০ ম্যাচ, যেখানে করেছেন ১২ গোল ও ৬ অ্যাসিস্ট।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…