এইমাত্র
  • আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন
  • চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: ডা. জাহিদ হোসেন
  • পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
  • নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান-পিটিআইকে নিষিদ্ধের দাবিতে প্রস্তাব পাস
  • ক্যানসার সৃষ্টিকারী জিনবাহী দাতার শুক্রাণুতে ২০০ শিশুর জন্ম
  • অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না
  • ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
  • পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
  • নবম পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    তথ্য-প্রযুক্তি

    স্যামসাংয়ের প্রথম মাল্টি-ফোল্ডিং ফোন উন্মোচন, টেক্কা দিতে চায় আইফোনকে

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম

    স্যামসাংয়ের প্রথম মাল্টি-ফোল্ডিং ফোন উন্মোচন, টেক্কা দিতে চায় আইফোনকে

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
    ছবি: সংগৃহীত

    দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড মোবাইল ফোন। যা ট্রাই-ফোল্ড (তিনভাঁজ) স্মার্টফোন বাজারে কোম্পানির প্রথম পদক্ষেপ। ১০ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে ও শক্তিশালী হার্ডওয়্যারসহ এই ডিভাইসটি ফোল্ডেবল ফরম্যাটে ডেস্কটপ-স্তরের সুবিধা দেবে।

    ডিসেম্বরের ১২ তারিখে কোরিয়ায় বাজারে আসছে এই ডিভাইস; যুক্তরাষ্ট্রে এর উন্মোচন হবে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে। এর দাম অ্যাপলের নতুন আইফোন ১৭ এর প্রায় দ্বিগুণ—দুই হাজার ৪৪৩ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় তিন লাখেরও বেশি। তবে এর আগেও অন্যান্য ফোন নির্মাতা তিন বার ভাঁজ করা যায় (ট্রিপল ফোল্ডিং) এমন ফোন বাজারে এনেছে।

    স্মার্টফোনের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য নির্মাতারা নতুন নতুন ফিচার ও ডিজাইন চালুর উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে নতুন এই ফোন বাজারে এনেছে স্যামসাং।

    গত ১৪ বছর ধরে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতার স্থানটি দখল করে রাখার সম্প্রতি জানা গেছে, শিগগির অ্যাপলের কাছে সিংহাসন হারাতে চলেছে স্যামসাং। এই পরিস্থিতিতে নতুন ফোনটি বাজারে আনছে স্যামসাং।

    আগামী বছরেই বাজারে ফোল্ডিং আইফোন আসছে—এমন গুজব বাজারে বেশ প্রচলিত।

    ডিজাইন ও ডিসপ্লে: গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড পুরোপুরি খোলা অবস্থায় পুরুত্ব ১২.৯ মিমি এবং ভাঁজের সবচেয়ে পাতলা অংশে মাত্র ৩.৯ মিমি। ওজন ৩০৯ গ্রাম। আগের ট্রাই-ফোল্ড ধারণার মতো অ্যাকর্ডিয়ন-স্টাইল নয়; বরং এটি দু’বার ভাঁজ খুলে বড় ডিসপ্লে তৈরি করে।

    বাইরের দিকে থাকা কেন্দ্রীয় প্যানেলটি ৬.৫ ইঞ্চির কভার ডিসপ্লে হিসেবে কাজ করে, আর ভেতরের ১০ ইঞ্চির বড় মূল প্যানেল একসঙ্গে পাঁচটি অ্যাপ চালানোর সুযোগ দেয়— যা মোবাইলে ‘ডেস্কটপ-সদৃশ’ মাল্টিটাস্কিং অভিজ্ঞতা তৈরি করে।

    পারফরম্যান্স ও শক্তি: ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট ফর গ্যালাক্সি চিপসেট এবং ১৬ জিবি র্যাম— যা ভারী মাল্টিটাস্কিং ও হাই-এন্ড অ্যাপ চালাতে মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে।

    বড় ভেতরের ডিসপ্লের বিদ্যুতের চাহিদা মেটাতে ফোনটিতে রয়েছে ৫,৬০০ এমএএইচ ক্ষমতার ট্রিপল-সেল ব্যাটারি।

    ক্যামেরা সক্ষমতা: স্যামসাং ট্রাইফোল্ড–এ যুক্ত করেছে ২০০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৩ গুণ অপটিক্যাল জুমসহ ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। ফোল্ডেবল ফোনের দুর্বল ক্যামেরা নিয়ে সমালোচকদের জবাব দিতেই এ শক্তিশালী ক্যামেরা সিস্টেম যুক্ত করা হয়েছে।

    গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড কোরিয়ায় লঞ্চ হবে ১২ ডিসেম্বর। এরপর ধীরে ধীরে চীন, তাইওয়ান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের শুরুতে উন্মোচিত হবে।

    কোরিয়ায় ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৩,৫৯০,৪০০ উন (প্রায় ২,৪৫০ ডলার)। যুক্তরাষ্ট্রে দাম হবে প্রায় ২,৫০০ ডলার।

    উচ্চমূল্যের এই ফোনের সঙ্গে স্যামসাং দিচ্ছে— একটি কেস, ৪৫ ওয়াট চার্জার, একবারের জন্য ৫০% ছাড়ে স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা এবং ৬ মাসের গুগল এআই প্রো সাবস্ক্রিপশন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…