এইমাত্র
  • আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস
  • আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন
  • চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: ডা. জাহিদ হোসেন
  • পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
  • নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান-পিটিআইকে নিষিদ্ধের দাবিতে প্রস্তাব পাস
  • ক্যানসার সৃষ্টিকারী জিনবাহী দাতার শুক্রাণুতে ২০০ শিশুর জন্ম
  • অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না
  • ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
  • পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
  • আজ বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১১ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম

    ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম

    ইরান সফরের জন্য তেহরানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি। বুধবার তিনি বলেছেন, আপাতত তেহরানের আমন্ত্রণ গ্রহণ করছেন না তিনি। এর পরিবর্তে ইরানের সঙ্গে আলোচনার জন্য উভয়পক্ষের সম্মতিতে তৃতীয় নিরপেক্ষ একটি দেশের প্রস্তাব দিয়েছেন তিনি। লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এনএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান পরিস্থিতির কারণে তিনি এই মুহূর্তে ইরান সফরে রাজি নন। তবে এই সফরে রাজি না হওয়ার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

    যদিও সফরে রাজি না হওয়ার এই ঘটনাকে ইরানের সঙ্গে সংলাপ প্রত্যাখ্যান হিসেবে তিনি দেখছেন না বলেও মন্তব্য করেছেন। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক সাড়া দেননি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

    এর আগে, গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননের পররাষ্ট্রমন্ত্রী রাজিকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছিলেন আরাকচি।

    লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি বলেন, পারস্পরিক সম্মান, দুই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পূর্ণ স্বীকৃতি এবং কোনো অজুহাতে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে ইরানের সঙ্গে গঠনমূলক নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত রয়েছে লেবানন।

    দেশটির সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা নিয়ে চলমান আলোচনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সরকারের কাছে অস্ত্র ধারণের একচ্ছত্র ক্ষমতা না থাকলে কোনও শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়।

    ইরানপন্থী সশস্ত্র ওই গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে লেবাননের রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করে আসছে। গত বছর ইসরায়েলি হামলায় ব্যাপক দুর্বল হয়ে পড়েছে গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতির মাধ্যমে লেবানন-ইসরায়েল সংঘাতের অবসান ঘটলেও প্রায়ই লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা করছে ইসরায়েলি বাহিনী।

    যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর থেকে সংগঠনটি ক্রমবর্ধমান দেশীয় ও আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। বিশেষ করে অস্ত্র সমর্পণ এবং সব ধরনের অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য গোষ্ঠীটির ওপর প্রবল চাপ রয়েছে।

    চলতি বছরের আগস্টে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি বৈরুত সফর করেন। সেই সময় তিনি লেবাননকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, লেবানন যেন বন্ধু আর শত্রুকে গুলিয়ে না ফেলে। গত জুনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, লেবাননের সঙ্গে সম্পর্কে ‌‌‘‘নতুন অধ্যায়’’ শুরু করতে চায় তেহরান।

    সূত্র: রয়টার্স

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…