এইমাত্র
  • আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন
  • চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: ডা. জাহিদ হোসেন
  • পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
  • নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান-পিটিআইকে নিষিদ্ধের দাবিতে প্রস্তাব পাস
  • ক্যানসার সৃষ্টিকারী জিনবাহী দাতার শুক্রাণুতে ২০০ শিশুর জন্ম
  • অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না
  • ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
  • পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
  • নবম পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    অবশেষে দীর্ঘ ১০ বছর পর চমক দিতে আসছেন ইমরান খান

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

    অবশেষে দীর্ঘ ১০ বছর পর চমক দিতে আসছেন ইমরান খান

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

    বলিউডে দীর্ঘ বিরতির পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ইমরান খান। প্রায় এক দশক পর তিনি ফিরছেন পর্দায়, আর সেই প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে আমির খান প্রোডাকশনসের নতুন সিনেমা ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’–এর ঘোষণাপর্বে প্রকাশিত বিশেষ ভিডিও থেকেই। ভিডিওতে অল্প সময়ের জন্য দেখা মিলেছে ইমরানের, আর সেটিই মুহূর্তে ভাইরাল এখন।

    এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে জনপ্রিয় অভিনেতা বীর দাসের। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মোনা সিং। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি।

    প্রকাশিত ভিডিওর শুরুতেই দেখা যায় আমির খান ও বীর দাসের মজার কথোপকথন। আমির খান অভিযোগ করেন, সিনেমাতে নাকি আলোচিত অ্যাকশন, রোমান্স বা ড্যান্স নম্বর কোনও কিছুরই অস্তিত্ব নেই। তার ভাষ্যমতে, সিনেমাটি নিশ্চিতভাবে ‘ফ্লপ’। কিন্তু ভিডিওর শেষ দিকে প্রেক্ষাগৃহ থেকে বের হওয়া দর্শকেরা উল্টো মত দেন। তারা উচ্ছ্বাসের সঙ্গে অ্যাকশন থেকে রোমান্স সবই থাকার প্রশংসা করেন। এরপরই পরিচয় করিয়ে দেয়া হয় বীর দাস, মোনা সিং এবং বিশেষ চরিত্রে ইমরান খানকে।

    ইমরান খান বড়পর্দায় পা রাখেন ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মধ্যে দিয়ে। প্রথম সিনেমা দিয়েই তিনি দর্শকের মন জয় করে নেন। তবে ২০১৫ সালের ‘কাট্টি বাট্টি’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর তিনি অভিনয় থেকে সরে দাঁড়ান। দীর্ঘ বিরতির পর এবার ‘হ্যাপি প্যাটেল’-এর বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে। পাশাপাশি নেটফ্লিক্সের একটি রোমান্টিক–কমেডি ঘরানার চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। ‘ব্রেক কে বাদ’–খ্যাত পরিচালক দানিশ আসলাম সিনেমাটি পরিচালনা করছেন, আর ইমরানের বিপরীতে থাকবেন ভূমি পেডনেকর।

    সূত্র: এনডিটিভি

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…