এইমাত্র
  • আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন
  • চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: ডা. জাহিদ হোসেন
  • পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
  • নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান-পিটিআইকে নিষিদ্ধের দাবিতে প্রস্তাব পাস
  • ক্যানসার সৃষ্টিকারী জিনবাহী দাতার শুক্রাণুতে ২০০ শিশুর জন্ম
  • অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না
  • ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
  • পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
  • নবম পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    স্বাস্থ্যের মহাপরিচালকের সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসককে অব্যাহতি

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

    স্বাস্থ্যের মহাপরিচালকের সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসককে অব্যাহতি

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

    ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে (ওটি) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে অসদাচরণের অভিযোগে হাসপাতালের ওটির ইনচার্জ ডা. ধনদেব বর্মণকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

    শনিবার (৬ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস স্বাক্ষরিত চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

    এই তথ্য নিশ্চিত করে হাসপাতালে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনুদ্দিন জানান, হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফরের সঙ্গে হাসপাতালের ক্যাজুয়ালটি ওটির ইনচার্জ ডা. ধনদেব বর্মণ সরকারি বিধি ভঙ্গ করে অসদাচরণ করেন এবং তর্কে জড়িয়েছেন। এ কারণেই তাকে শোকজ নোটিশ দেওয়াসহ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    শনিবার সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্রের চিকিৎসা বিষয়ক একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে মমেক হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। সেমিনারে অংশগ্রহণের আগে তিনি হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনে তিনি হাসপাতালের সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

    এ সময় ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন তাঁর বিভাগের সীমাবদ্ধতা, তীব্র জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর ফলে ডিজি ও তাঁর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। পরিস্থিতি শান্ত হওয়ার আগেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন।

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‌‘পরিদর্শনে সেবার মান নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ডা. ধনদেব বর্মনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যা মোটেও কাম্য নয়। তবে এখন বিষয়টি নিয়ে আর বেশি কিছু বলা যাচ্ছে না।’

    ভিডিওটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। জনবল সংকট ও কাজের চাপ নিয়ে চিকিৎসকের ক্ষোভ প্রকাশ এবং তার জেরে ডিজির তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ হাসপাতালের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…