কক্সবাজারের টেকনাফে মাটির গর্তের ভিতর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্বজনের নিহত যুবকের লাশ সনাক্ত করতে সক্ষম হয়েছে। সে টেকনাফ হোয়াইক্যং'র বাসিন্দা আব্দুল জলিলের পুত্র সৈয়দ মিয়া (২৮)।
তথ্য নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালের দিকে স্থানীয়দের তথ্য অনুযায়ী হোয়াইক্যং ইউনিয়ন কেরুনতলী চাকমারকুল এলাকার অন্তর্গত একটি খালের কিনারায় মাটিতে গর্ত করে পুঁতে রাখা অবস্থায় যুবকের মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।
এবিষয়ে জানতে চাইলে স্থানীয়রা সময়ের কণ্ঠস্বরকে জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে খালের কিনারায় একটি মাটির গর্তের বাইরে মানব দেহের দুইটি হাত, হাঁটু দেখতে পায় স্থানীয় কয়েকজন ব্যক্তি।
বিষয়টি থানা পুলিশকে অবিহিত করা হয়। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাটির গর্তে পুঁতে রাখা মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মৃতদেহটির হাত, পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিলো বলেও জানান তারা।
এবিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন,
স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মাদক, নতুবা অপহরণ সংক্রান্ত বিষয়ের জেরে তার প্রতিপক্ষরা সন্ত্রাসীরা তাকে হত্যা করার পর রশি দিয়ে বেঁধে মাটির নিচে চাপা দিয়ে রেখেছে।
ঘটে যাওয়া ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার আসল রহস্য উদঘাটন করার জন্য পুলিশের গোয়েন্দা নজরদারি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এনআই