খাগড়াছড়িতে মানসিক রোগে আক্রান্ত এক যুবককে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জীবিত অবস্থায় উদ্ধার করেছে ৩ বিজিবি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খাগড়াছড়ি সদরের তেতুলতলা এলাকা থেকে নিখোঁজ হওয়া ওই যুবককে পানছড়ি লোগাং বিজিবি ক্যাম্পের তৎপরতায় পুনরুদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, নিপুন দেওয়ান নামে মানসিক রোগী দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। চারদিকে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তার পরিবার সন্ধ্যার পর লোগাং বিজিবি ক্যাম্পের চেকপোস্টে বিষয়টি জানায়।
ঘটনা জানামাত্র সুবেদার মোঃ মোকলেসরের নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ টহল দল তাৎক্ষণিকভাবে মাঠে নামেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শেষে তথ্য পাওয়া যায় যে নিখোঁজ ব্যক্তি বাবুরাপাড়া এলাকায় অবস্থান করছেন। পরে বিজিবির টহল দল পরিবারের এক সদস্যকে সঙ্গে নিয়ে দ্রুত সেখানে পৌঁছে রাত ৯টার দিকে নিপুনকে উদ্ধার করে।
উদ্ধারের পর তাকে লোগাং বিজিবি ক্যাম্পে আনা হয় এবং পরবর্তীতে তার চাচা পুলিশ বিভাগের এএসআই প্রণবর চাকমা -এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানের জন্য পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজিবির এমন মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসার জোয়ার তুলেছে।
এনআই