বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর একটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসন্ন মৌসুমকে সামনে রেখে গতকাল অনুষ্ঠিত হয়েছে আইপিএলের মিনি নিলাম। সেখানে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে রেকর্ড দামে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটি আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিকের একটি। নিলামের পর থেকেই আলোচনায় এসেছে, আইপিএলের পুরো মৌসুম খেলতে তিনি কত দিনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পাবেন।
এই প্রসঙ্গে বুধবার (১৭ ডিসেম্বর) নতুন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
মুস্তাফিজকে পুরো আইপিএল মৌসুম খেলতে দেওয়া উচিত কি না-এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি এককভাবে তাঁর সিদ্ধান্ত নয়।
তিনি আরও বলেন, ‘মুস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশন্স, আমার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরও এ ব্যাপারটা আমি আলোচনা করব। গতকালকেই তো ঘটলো, আইপিএলের সময় কি কি সিরিজ আছে। কোন সিরিজ বাংলাদেশের জন্য দরকার, কোনটার দরকার নাই এটা অপারেশন্স চিন্তা করবে।’
আরডি