কার্লো আনচেলত্তির সাথে ব্রাজিল দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছিলেন তার ছেলে দাভিদে আনচেলত্তি। তবে সেখানে বেশিদিন থাকেননি তিনি। দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় দায়িত্ব ছেড়ে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফাগো’র পূর্ণকালীন কোচ হিসেবে যোগ দিয়েছিলেন দাভিদ।
এটিই ছিল পূর্ণকালীন কোচ হিসেবে ডন কার্লোর ছেলের প্রথম দায়িত্ব। তবে বোতাফাগোর কোচের পদে টিকতে পারলেন না তিনি। বুধবার (১৭ ডিসেম্বর) প্রধান কোচ দাভিদে আনচেলত্তিকে বরখাস্ত করেছে বোতাফাগো।
বোতাফাগো ব্রাজিলিয়ান লিগ ও কোপা লিবার্তেদোরেসের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ায় ৩৬ বছর বয়সী দাভিদেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রিও ডি জেনেইরোভিত্তিক ক্লাবটি সদ্য সমাপ্ত মৌসুমে ব্রাজিলিয়ান লিগের চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গোর চেয়ে ১৬ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ হয়েছে। আর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা লিবার্তেদোরেসের শেষ ষোলোয় ইকুয়েডরের ক্লাব লিগা দে কুইটোর কাছে হেরে বিদায় নেয়।
বোতাফোগো এক বিবৃতিতে জানিয়েছে, দিনের শুরুতে অনুষ্ঠিত একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন কোচ হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, সবশেষ ক্লাব ওয়ার্ল্ড কাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর জুলাই মাসে তৎকালীন কোচ রেনাতো পাইভা’র স্থলাভিষিক্ত হন দাভিদে আনচেলত্তি। এর আগে ইতালীয় এই কোচ গত এক দশকেরও বেশি সময় ধরে তার বাবার সঙ্গে বিভিন্ন ভূমিকায় বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন ও রিয়াল মাদ্রিদে কাজ করেছেন। এছাড়া তিনি ব্রাজিল জাতীয় দলেও আনচেলত্তির কোচিং স্টাফের সদস্য।
আরডি