এইমাত্র
  • আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস
  • আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন
  • চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: ডা. জাহিদ হোসেন
  • পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
  • নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান-পিটিআইকে নিষিদ্ধের দাবিতে প্রস্তাব পাস
  • ক্যানসার সৃষ্টিকারী জিনবাহী দাতার শুক্রাণুতে ২০০ শিশুর জন্ম
  • অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না
  • ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
  • পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
  • আজ বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১১ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ পিএম

    আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ পিএম

    ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্তপূর্বক গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

    বুধবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার বানা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে নিহতের স্বজন, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিশু জায়ানের মতো নিষ্পাপ শিশুর এই ধরনের নৃশংস মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। তারা অবিলম্বে নিরপেক্ষ ও সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

    ​জানা যায়, গত ২০ নভেম্বর আলফাডাঙ্গার পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্যার ছেলে জায়ান রহমানের মরদেহ বাড়ির পাশের একটি ঝোপঝাড়ের মধ্য থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ​ঘটনার পর নিহত জায়ানের মা সিনথিয়া বেগম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ​তদন্তের ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর ঝুলন্ত মরদেহে ব্যবহৃত রশির সূত্র ধরে পুলিশ প্রতিবেশী ইউনুচ মোল্যা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন। আজ বুধবার (১০ ডিসেম্বর) আদালত গ্রেপ্তারকৃত ইউনুচ মোল্যার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

    ​এ বিষয়ে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, 'আমি সদ্য এই থানায় যোগদান করেছি। ইতোমধ্যে শিশু জায়ান হত্যা মামলার বিষয়টি অবগত হয়েছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।'

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…