এইমাত্র
  • টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
  • মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
  • মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
  • ‘ফিফা দ্য বেস্ট’ ঘোষণা আজ, যারা আছেন আলোচনায়
  • মেট্রোরেল চলাচল স্বাভাবিক
  • দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা
  • লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
  • মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

    দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

    শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ক্রিকেটার অজুর্না রানাতুঙ্গাকে দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পরিকল্পনা করছে দেশটির কৃর্তপক্ষ। সোমবার একটি আদালতকে এ তথ্য জানিয়েছে দুর্নীতি দমন সংস্থা। বর্তমানে দেশের বাইরে আছে রানাতুঙ্গা। দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে।

    খেলা থেকে অবসরের পর রাজনীতিতে গিয়েছিলেন রানাতুঙ্গা। ২০১৭ সালে শ্রীলঙ্কার পেট্রোলিয়াম মন্ত্রীর দায়িত্ব পান তিনি। সেই সময় অর্থের বিনিময়ে বেশ কয়েকটি সংস্থাকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল অজুর্না রানাতুঙ্গা ও তাঁর ভাই ধাম্মিকা রানতুঙ্গার বিরুদ্ধে। সেই অভিযোগে দু’জনেই দোষী প্রমাণিত হয়েছেন।

    অভিযোগ অনুযায়ী, পেট্রোলিয়ামমন্ত্রী থাকাকালে অর্জুনা রানাতুঙ্গা ও তার ভাই তেল কেনার দীর্ঘমেয়াদি চুক্তি দেওয়ার প্রক্রিয়া পরিবর্তন করেন। এর ফলে বেশি দামে তাৎক্ষণিক (স্পট) ক্রয়ের মাধ্যমে তেল আমদানি করা হয়, যা রাষ্ট্রের বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কর্তৃপক্ষ।

    শ্রীলঙ্কার দুর্নীতি ও ঘুষ তদন্ত কমিশন জানায়, ২০১৭ সালে করা ২৭টি তেল ক্রয় চুক্তির ফলে রাষ্ট্রের মোট ক্ষতি হয়েছে প্রায় ৮০ কোটি শ্রীলঙ্কান রুপি।

    রানাতুঙ্গা মন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রোলিয়াম করপোরেশনের (সিপিসি) চেয়ারম্যান ছিলেন তার বড় ভাই ধাম্মিকা রানাতুঙ্গা। সোমবার (১৫ ডিসেম্বর) গ্রেপ্তার করা হয় তাকে। পরে যদিও জামিনে মুক্তি দেওয়া হয়। আদালত তার বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ধাম্মিকা রানাতুঙ্গা শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের নাগরিক।

    এছাড়া রানাতুঙ্গা পরিবারের আরেক ভাই সাবেক পর্যটনমন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গা। গত মাসে একটি বীমা জালিয়াতি মামলায় গ্রেপ্তার হন তিনি। ওই মামলা এখনও বিচারাধীন। এর আগে, ২০২২ সালের জুনে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন এবং দুই বছরের স্থগিত কারাদণ্ড পান।

    প্রসঙ্গত, ৬২ বছর বয়সী বাঁহাতি ব্যাটার অর্জুনা রানাতুঙ্গা শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক। তার নেতৃত্বেই ১৯৯৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…