এইমাত্র
  • টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
  • মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
  • মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
  • ‘ফিফা দ্য বেস্ট’ ঘোষণা আজ, যারা আছেন আলোচনায়
  • মেট্রোরেল চলাচল স্বাভাবিক
  • দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা
  • লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
  • মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    ‘ফিফা দ্য বেস্ট’ ঘোষণা আজ, যারা আছেন আলোচনায়

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম

    ‘ফিফা দ্য বেস্ট’ ঘোষণা আজ, যারা আছেন আলোচনায়

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম

    বিশ্ব ফুটবলে সেরা পারফরম্যান্সের স্বীকৃতির অন্যতম সেরা পুরষ্কার ফিফা ‘দ্যা বেস্ট’ অ্যাওয়ার্ডস। ২০১৭ সাল থেকে প্রতিবছর এই পুরষ্কার দিয়ে আসছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কাতারের দোহায় জমকালো আয়োজনে ঘোষণা করা হবে ২০২৫ সালের সেরা ফুটবলার, কোচ ও গোলকিপারদের নাম।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায় দোহার ফেয়ারমন্ট কাটারা হলে ফিফার সেলিব্রেশন ডিনারের মধ্য দিয়ে পুরস্কারজয়ীদের নাম প্রকাশ করা হবে। নারী ও পুরুষ—দুই বিভাগ মিলিয়ে মোট ১২টি ক্যাটাগরিতে দেওয়া হবে স্বীকৃতি।

    ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে বিনা মূল্যে সরাসরি দেখা যাবে ‘দ্য বেস্ট অ্যাওয়ার্ডস ২০২৫’।

    এবারে পুরুষ বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের জন্য চূড়ান্ত তালিকায় আছেন ১১ জন। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল ও ফরাসি উইঙ্গার ওসমান ডেম্বেলেকে নিয়ে। য়েক মাস আগে ব্যালন ডি’অরে প্রথম ও দ্বিতীয় হওয়া এই দুই তারকার মধ্যেই এবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।

    মনোনীতদের তালিকায় সবচেয়ে বেশি প্রতিনিধি প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি)। ডেম্বেলের সঙ্গে আছেন আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও ভিতিনিয়া এক ক্লাব থেকে চারজন।

    নারী বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের জন্য মনোনয়ন পেয়েছেন ১৭ জন। তালিকায় অন্যতম আলোচিত নাম বার্সেলোনার আইতানা বোনমাতি। সম্প্রতি ব্যালন ডি’অর জেতা এই মিডফিল্ডারকেই কাতারের মঞ্চে ফেভারিটদের একজন ধরা হচ্ছে। বার্সেলোনা থেকে নারী বিভাগে মনোনয়ন পেয়েছেন মোট পাঁচজন খেলোয়াড়।

    পুরুষ বিভাগে মনোনীত খেলোয়াড়রা হলেন-

    ওসমান ডেম্বেলে, আশরাফ হাকিমি, হ্যারি কেন, কিলিয়ান এমবাপ্পে, নুনো মেন্দেস, কোল পামার, পেদ্রি, রাফিনিয়া, মোহামেদ সালাহ, ভিতিনিয়া ও লামিনে ইয়ামাল।

    নারী বিভাগে মনোনীত খেলোয়াড়রা হলেন-

    স্যান্ডি বাল্টিমোর, নাথালি বিয়র্ন, আইতানা বোনমাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা কালদেন্তেই, টেমওয়া চাউইঙ্গা, কাদিদিয়াতু দিয়ানি, মেলচি ডুমর্নে, পাত্রি গুইহারো, লিন্ডসি হিপস, লরেন জেমস, ক্লোয়ি কেলি, এওয়া পাজোর, ক্লাউদিয়া পিনা, আলেক্সিয়া পুতেয়াস, আলেসিয়া রুসো ও লিয়া উইলিয়ামসন।

    এ ছাড়া একই অনুষ্ঠানে ঘোষণা করা হবে ফিফা পুসকাস অ্যাওয়ার্ড (পুরুষদের সেরা গোল), ফিফা মার্তা অ্যাওয়ার্ড (নারীদের সেরা গোল), সেরা গোলকিপার, সেরা কোচ এবং বিশেষ জুরি নির্বাচিত ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…